জাতীয় কংগ্রেস

Show Important Question


41) Under whose presidentship did the Congress constitute its first National Planning Committee in 1938 ? / 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
A) Jawaharlal Nehru/ জওহরলাল নেহরু
B) Subhas Chandra Bose/ সুভাষচন্দ্র বসু
C) Jayaprakash Narayan/ জয়প্রকাশ নারায়ণ
D) Vallabhbhai Patel/ বল্লভভাই প্যাটেল

42) কংগ্রেস 26 জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন্ স্থানে গ্রহণ করেছিল?
A) কলকাতা
B) বোম্বে
C) লাহোর
D) মাদ্রাজ

43) কংগ্রেসের নিম্নলিখিত কোন নেতা মন্ত্রিপরিষদ মিশন পরিকল্পনার পক্ষে ছিলেন?
A) মহাত্মা গান্ধী
B) জওহরলাল নেহেরু
C) সর্দ্দার বল্লভভাই প্যাটেল
D) মৌলানা আবুল কালাম আজাদ

44) Which Session of Indian National Congress was presided by Subhash chandra Bose? / সুভাষ চন্দ্র বসু সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন?
A) Haripura/ হরিপুরা
B) Nagpur/ নাগপুর
C) Lahore/ লাহোর
D) Delhi/ দিল্লি

45) The first session of the Indian National Congress was held in / ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল
A) Surat/ সুরত
B) Lahore/ লাহোর
C) Kolkata/ কলকাতা
D) Bombay/ বোম্বে

46) When did the Indian National Congress ask for the Dominion Status ? / ভারতীয় জাতীয় কংগ্রেস কখন ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল?
A) 1942/ 1942
B) 1947/ 1947
C) 1908/ 1908
D) 1929/ 1929

47) কারাবন্দী অবস্থায় কে ১৯২১ সালে কংগ্রেসের সভাপতি ছিলেন ?
A) সুভাষচন্দ্র বসু
B) জওহরলাল নেহেরু
C) চিত্তরঞ্জন দাস
D) আবুল কালাম আজাদ

48) Who came to be known as the 'Father of Indian National Congress' ? / ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?
A) Mahatma Gandhi/ মহাত্মা গান্ধী
B) Allan Octavian Hume/ এলান অক্টাভিয়ান হিউম
C) Bal Gangadhar Tilak/ বাল গঙ্গাধর তিলক
D) Surendranath Banerjee/ সুরেন্দ্রনাথ ব্যানার্জী

49) In which year the resolution to fight for ‘Purna Swaraj’ was taken by the Congress ? / কোন বছর কংগ্রেস “পূর্ণ স্বরাজ” দাবি করেছিল ?
A) 1928/ ১৯২৮
B) 1929/ ১৯২৯
C) 1930/ ১৯৩০
D) 1931/ ১৯৩১

50) ১৯৩১ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন –
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) সুভাষ চন্দ্র বসু
C) মৌলানা আবুল কালাম আজাদ
D) মহাত্মা গান্ধী

51) Who was the President of Indian National Congress at the time of Independence ? / স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
A) C. Rajagopalachari/ সি. রাজাগোপালাচারি
B) J. B. Kripalini/ জে. বি. কৃপালিনী
C) Jawaharlal Nehru/ জওহরলাল নেহেরু
D) Maulana Abul Kalam Azad/ মৌলানা আবুল কালাম আজাদ

52) কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয় ?
A) নাগপুর
B) সুরাট
C) কলকাতা
D) লাহোর

53) When was the All India Trade Union Congress formed ? / সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় ?
A) 1915/ 1915 সালে
B) 1920/ 1920 সালে
C) 1925/ 1925 সালে
D) 1930/ 1930 সালে

54) 1916 সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
A) সুরাট
B) লাহোর
C) সিমলা
D) লখনউ

55) ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিল ?
A) ১৯৪২ সালের ১২ই আগস্ট
B) ১৯৪২ সালের ১৫ই আগস্ট
C) ১৯৪২ সালের ৭ই আগস্ট
D) ১৯৪২ সালের ৮ই আগস্ট

56) তিনটি গোলটেবিল বৈঠকের (1930 নভেম্বর -1932 নভেম্বর ) মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন ?
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) কোনোটিই নয়

57) কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন ?
A) কাকিনাড়া 1923
B) বেলগ্রাম 1924
C) কানপুর 1925
D) গুয়াহাটি 1926

58) Who wanted Indian National Congress to be “a safety valve” ? / ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি ‘সেফ্‌টি ভাল্‌ভ’ হিসেবে দেখতে চেয়েছিলেন ?
A) A. O. Hume/ এ.ও.হিউম
B) Lord Lytton/ লর্ড লিটন
C) Womesh Chandra Bonnerjee/ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D) Surendra Nath Banerjee/ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

59) Subhas Chandra Bose was elected congress President for the second time in / দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন—
A) Haripura/ হরিপুরায়
B) Tripuri/ ত্রিপুরীতে
C) Wardha/ ওয়ার্ধায়
D) Patna/ পাটনায়

60) The Congress President who conducted negotiation with Cripps in 1942 and Wavell at the Shimla Conference was / কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন ?
A) Abul Kalam Azad/ আবুল কালাম আজাদ
B) Jawaharlal Nehru/ জওহরলাল নেহরু
C) J. B. Kripalani/ জে. বি. কৃপালনি
D) C. Rajagopalachari/ সি. রাজাগোপালাচারি